| |
               

মূল পাতা আন্তর্জাতিক হিন্দু ধর্মকে জাতীয়করণের বিতর্কিত দাবি যোগী আদিত্যনাথের


হিন্দু ধর্মকে জাতীয়করণের বিতর্কিত দাবি যোগী আদিত্যনাথের


আন্তর্জাতিক ডেস্ক     21 December, 2024     03:59 PM    


হিন্দু ধর্মকে জাতীয়করণের বিতর্কিত দাবি তুলেছেন  উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।  তিনি হিন্দু ধর্মকে ভারতের জাতীয় ধর্ম বলে মন্তব্য করে প্রতিটি ভারতীয় নাগরিককে এটি রক্ষা করতে এগিয়ে আসার জন্য জোর দিয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) অযোধ্যার আশরাফি ভবন আশ্রমে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

উত্তরপ্রদেশ সরকারের একটি বিবৃতি অনুসারে, সমাবেশে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্ম ভারতের জাতীয় নীতির প্রতিনিধিত্ব করে এবং এটি রক্ষা করা সকল নাগরিকের কর্তব্য। 

মুঘল শাসনামলের সমালোচনা করে কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, যারা এই পবিত্র স্থানগুলিকে অপবিত্র করেছিল তারা শেষ পর্যন্ত পতনের মুখোমুখি হয়েছিল।

তিনি মুঘল শাসক আওরঙ্গজেবের বংশধরদের তাচ্ছিল্য করে বলেন, বর্তমানে তাদের বংশধরদের এমনই খারাপ দুর্দশা যে তাদের মধ্যে কিছু রিকশা চালাচ্ছে। তাদের পূর্বপুরুষদের ধ্বংসাত্মক কর্মের ফল ভোগ করতে হচ্ছে তাদের।

তিনি বলেন, তাদের পূর্বপুরুষরা যদি সৎভাবে কাজ করত এবং মন্দির ভাঙা থেকে বিরত থাকত তবে আজ তাদের এই পরিস্থিতিতে পড়তে হতো না।

এময় সকল ভারতীয়কে হিন্দু ধর্ম রক্ষা ও সংরক্ষণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 

সূত্র : হিন্দুস্তান টাইমস